রাজশাহী হতে ঢাকা গামী ট্রেনের সময়সূচি ও ভাড়া
রাজশাহী হতে ঢাকা গামী ট্রেনের সময়সূচি জানতে চান ,আপনি কি রাজশাহী হতে ঢাকা যেতে চান তাহলে নিশ্চয় আপনি গাড়ি অথবা ট্রেনের কথা ভাবছেন? ট্রেন ভ্রমন নিশ্চয়ই অনেক আনন্দের তাহলে আপনি ট্রেনের কথাই ভাবছেন?
রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের এক ঐতিহ্যবাহী ও শিক্ষা সংস্কৃতির নগরী। ঢাকা রাজধানী দেশের রাজনৈতিক ,প্রশাসনিক ,অর্থনীতিক প্রাণকেন্দ্র। এই দুই শহরের মধ্যে যোগাযোগের অন্যতম জনপ্রিয় নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ট্রেন।
- রাজশাহী হতে ঢাকা গামী ট্রেনের সময়সূচি।
- রাজশাহী হতে ঢাকা গামী চলমান ট্রেন ও সময়সূচী(২০২৫)
- রাজশাহী হতে ঢাকা যাওয়ার পথে যে সকল ষ্টেশন রয়েছে ।
-
পাঁচটি ট্রেনের ভাড়ার তালিকা।
- ভ্রমণের পূর্ব প্রস্তুতি
- ভ্রমণের অভিজ্ঞতা
- ট্রেন ভ্রমণের সুবিধা
- ট্রেন ভ্রমণে বিশেষ সাবধানতা
- ট্রেন বাসের তুলনায় অধিক ভালো
- ট্রেন যাত্রা মানবিক দিক
- শেষ কথা
রাজশাহী হতে ঢাকার ট্রেনের সময় সূচি:
রাজশাহী হতে ঢাকা গামী চলমান ট্রেন ও সময়সূচী(২০২৫):
ট্রেনের নাম ও কোড | ছাড়ার সময় | পৌছানের সময় | যাত্রাকাল | সাপ্তাহিক বন্ধের দিন |
---|---|---|---|---|
বনলতা এক্সপ্রেস(৭৯২) | সকাল-৭ঃ০০ | সকাল-১১ঃ০০ | ৪ ঘন্টা | শুক্রবার |
সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪) | সকাল-৭ঃ৪০ | দুপুর-১ঃ২০ | ৫ ঘন্টা ৪০ মিনিট | রবিবার |
পদ্মা এক্সপ্রেস(৭৬০) | বিকাল-৪ঃ০০ | রাত-৯ঃ২৫ | ৫ঘন্টা ২৫ মিনিট | মঙ্গলবার |
ধুমকেতু এক্সপ্রেস(৭৭০) | রাত-১১ঃ০০ | সকাল-৪ঃ৪০ | ৫ ঘন্টা ৪০ মিনিট | বুধবার |
মধুমতি এক্সপ্রেস(৭৫৬) | সকাল-৬ঃ৪০ | দুপুর-২ঃ০০ | ৭ ঘন্টা ২০ মিনিট | বৃহস্প্রতিবার |
রাজশাহী হতে ঢাকা যাওয়ার পথে যে সকল স্টেশন রয়েছেঃ
- রাজশাহী রেল স্টেশন
- আব্দুলপুর জংশন
- ঈশ্বরদী বাইপাস
- চাটমোহর
- বড়াল ব্রিজ
- উল্লাপাড়া
- জামতৈলী
- শহীদ এ মনসুর আলী
- বঙ্গবন্ধ সেতু পশ্চিম
- টাঙ্গাইল
- জয়দেবপুর
- মির্জাপুর
- ভৈরব বাজার( সব ট্রেন থামেনা)
- ঢাকা বিমানবন্দর
- কমলাপুর ঢাকা মূল স্টেশন
তবে এ সকল স্টেশনে সকল ট্রেন থামেনা। ট্রেন ভেদে বিভিন্ন স্টেশন কম বেশি হতে পারে। সেটি নির্ভর করবে আপনার যাত্রা পথে ট্রেনের উপর আপনি কোন ট্রেনে যাবেন। সে সকল ট্রেনের স্ট্রেশন সম্পর্কে আগে থেকে জেনে নিবেন।
পাঁচটি ট্রেনের ভাড়ার তালিকাঃ
রাজশাহী হতে ঢাকাগামী যে সকল ট্রেন যায় । ট্রেনের নামসহ ধারাবাহিক ভাড়ার তালিকা দেয়া হলো সদ্য প্রাপ্ত ২০২৫ বাংলাদেশ রেলওয়ে হতে প্রাপ্ত। এ সকল ট্রেনের আলাদা আলাদা ভাড়া তালিকা রয়েছে। তবে ভাড়া ও আসন ট্রেন অনুযায়ী পরিবর্তিত হতে পারো।
মধুমতি এক্সপ্রেস(৭৫৬) এর ভাড়ার তালিকাঃ
আসন | ভাড়া(টাকা) | টিকিটের মূল্য | অনলাইন মূল্য |
---|---|---|---|
শোভন চেয়ার |
৫৮৫ | ৫৮৫ | ৬০৫ |
স্নিগ্ধা |
৯৭০ | ১১১৬ | ১১৩৬ |
এসি সিট |
-------- | ------ | --------- |
প্রথম শ্রেণী | ৭৮০ | ৮৯৭ | ৯১৭ |
বনলতা এক্সপ্রেস(৭৯২) এর ভাড়া তালিকাঃ
আসন |
ভাড়া | টিকিটের মূল্য |
অনলাইন টিকিটের মূল্য |
---|---|---|---|
শোভন চেয়ার |
৪৫০ | ৪৫০ | ৪৭০ |
স্নিগ্ধা |
৭৪০ | ৮৫১ | ৮৭১ |
এসি সিট |
৮৯০ | ১০২৪ | ১০৪৪ |
এসি বার্থ | ---- | ----- | ----- |
পদ্মা এক্সপ্রেস(৭৬০) এর ভাড়া তালিকাঃ
আসন |
ভাড়া | টিকিটের মূল্য | অনলাইন টিকিটের মূল্য |
---|---|---|---|
শোভন চেয়ার |
৪০৫ | ৪০৫ | ৪২৫ |
স্নিগ্ধা |
৬৭০ | ৭৭১ | ৭৯১ |
এসি সিট |
৮০৫ | ৯২৬ | ৯৪৬ |
এসি বার্থ | ----- | ১৩৮৬ | ১৪০৬ |
সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪) এর ভাড়ার তালিকাঃ
আসন |
ভাড়া | টিকিটের মূল্য | অনলাইন টিকিটের মূল্য |
---|---|---|---|
শোভন চেয়ার |
৪০৫ | ৪০৫ | ৪২৫ |
স্নিগ্ধা |
৬৭০ | ৭৭১ | ৭৯১ |
এসি সিট |
৮০৫ | ৯২৬ | ৯৪৬ |
এসি বার্থ | ----- | ----- | ------ |
ধুমকেতু এক্সপ্রেস(৭৭০) এর ভাড়া তালিকাঃ
আসন |
ভাড়া | টিকিটের মূল্য | অনলাইন টিকিটের মূল্য |
---|---|---|---|
শোভন চেয়ার |
৪০৫ | ৪০৫ | ৪২৫ |
স্নিগ্ধা |
৬৭০ | ৭৭১ | ৭৯১ |
এসি সিট |
----- | ------ | -------- |
এসি বার্থ | ১২০৫ | ১৩৮৬ | ১৪০৬ |
ষ্টেশনের নাম | সিল্কসিটিএক্সপ্রেস | বনলতাএক্সপ্রেস | পদ্মাএক্সপ্রেস | ধুমকেতু এক্সপ্রেস | মধুমতিএক্সপ্রেস |
---|---|---|---|---|---|
রাজশাহী | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
আব্দুলপুর | হ্যাঁ | ---------- | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
ইশ্বরদী বাইপাস | হ্যাঁ | ---------- | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
চাটমোহর | হ্যাঁ | ---------- | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
বড়ার ব্রিজ | হ্যাঁ | ---------- | হ্যাঁ | হ্যাঁ | ------- |
উল্লাপাড়া | হ্যাঁ | ---------- | হ্যাঁ | হ্যাঁ | ------- |
জামতৈলী | হ্যাঁ | ---------- | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
এম মুনসুর আলি | হ্যাঁ | ---------- | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
বঙ্গবন্ধু সেতু পূর্ব | হ্যাঁ | ---------- | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
টাঙ্গাইল | হ্যাঁ | --------- | হ্যাঁ | --------- | --------- |
মির্জাপুর | হ্যাঁ | --------- | -হ্যাঁ | হ্যাঁ | --------- |
জয়দেপুর জংশন | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
বিমান বন্দর | হ্যাঁ | হ্যাঁ | -------- | ------ | --------- |
ঢাকা কমলাপুর | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
ভ্রমণের অভিজ্ঞতাঃ
ট্রেন ভ্রমণের সুবিধাঃ
ট্রেন ভ্রমণ অনেক আরামদায়ক আন্তঃনগর ট্রেনে খাবার সরবরাহ করা হয় এবং বেসরকারি ক্যাটাগরি সার্ভিস থেকে আপনি চা কফি নাস্তা দুপুর অনেক রাতের খাবার কিনতে পারেন। তবে অনেক যাত্রী নিজের সঙ্গে খাবার নিয়ে ভ্রমণ করতে পছন্দ করেন বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক সচেতনতার কারণে।
তাছাড়া নিজের নিরাপত্তার জন্য নিজের খাবার নিজে নিয়ে যাওয়াই ভালো অজ্ঞান পার্টির কবল থেকে বাঁচার জন্য নিজের খাবার নিজে নিয়ে যাবেন। এ ছাড়া ট্রেনে নিরাপত্তা কর্মীরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। পাশাপাশি বাথরুমের সুবিধা থাকে। অনেক দূরের যাত্রী কারণে আপনি ট্রেনের মধ্যে হাঁটাচলা করতেও পারেন। পানির ব্যবস্থা ওয়াস রুম থাকে।
ট্রেন ভ্রমণে বিশেষ পরামর্শঃ
- ভ্রমণের ৩ থেকে ৫ দিন আগে টিকিট কেটে ফেলুন।
- অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট চেক করতে ভুলবেন না।
- নিজের জিনিসপত্রের প্রতি খেয়াল রাখুন যেন মোবাইল বা মানিব্যাগ।
- জানালার পাশে বসতে চাইলে সময় মতন আসন নির্বাচন
- ঈদ বা ছুটির সময় যাত্রা করলে ভিড়ের রাতে একটু আগেই স্টেশনে পৌঁছানো ভালো
- যেহেতু ট্রেন ভ্রমণ অনেক মানুষের সমাগম সেও তো অপরিচিত ব্যক্তির হাত থেকে কোন কিছু খাবেন না
ট্রেন বাসের তুলনায় অধিক ভালোঃ
- ট্রেন নির্দিষ্ট সময়ে যেতে পারে অন্যদিকে বাস যানজটে পড়া সম্ভাবনা থাকে।
- ট্রেন জার্নি অনেক আরামদায়ক বাসে তেমন সুবিধা নেই
- ট্রেনে ঝাঁকনি কম বাসে অধিক ঝাঁকুনি লাগে।
- ট্রেনে টয়লেট সুবিধা ও অন্যান্য পানির সুবিধা রয়েছে বাসে সে তুলনায় অনেক কম।
- ভাড়া ট্রেনের তুলনায় বাসের অধিক বেশি।
রায়আন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url