অনলাইনে ট্রেনের টিকিট কিনুন মাত্র ৫ মিনিটে।
এই আর্টিকেলে আমরা জানবো কিভাবে আপনি মাত্র ৫ মিনিটে অনলাইনে ট্রেনের টিকিট কিনতে পারেন,কি কি জিনিস প্রয়োজন হয় তা ধাপে ধাপে করণীয় কিছু গুরুত্বপূর্ণ ও পরামর্শ এবং অনলাইন টিকিট কাটার সুবিধা ,অসুবিধা নিয়ে আলোচনা করা হলো।
প্রেজ সূচিপত্রঃ অনলাইনে টিকিট কিনুন মাত্র ৫ মিনিটে
- অনলাইনে টিকিট কেনার কিনুন মাত্র৫ মিনিটে
- অনলাইনে ৫ মিনিটে টিকিট কেনার ধাপসমূহ
- অনলাইনে টিকিট কেনার সুবিধা
- ট্রেনের সিট নির্বাচন করা
- পেমেন্ট করা
- অনলাইনে টিকিট কেনার সুবিধা
- অনলাইনে টিকিট কেনার অসুবিধা সমূহ
- অনলাইনে টিকিট কেনার মাধ্যম
- অনলাইনে টিকিট কেটে প্রিন্ট নেবেন না মোবাইলে রাখবেন
- কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও টিপস
- সমস্যা হলে করণীয়
- অনলাইন টিকিট বুকিং এ ভবিষ্যৎ সম্ভাবনা।
- শেষ কথা।
অনলাইনে ট্রেনের টিকিট কিনুন মাত্র 5 মিনিটে ঃ
অনলাইনে ট্রেনের টিকিট কিনুন মাত্র ৫ মিনিটে । বর্তমান যুগ প্রযুক্তি নির্ভরযোগ যেকোনো কিছু হাতের মুঠো এনে দিয়েছে ইন্টারনেট ব্যাংকিং কেনাকাটা শিক্ষা বিনোদন সবকিছু এখন ডিজিটাল বাংলাদেশ রেলওয়ে পিছিয়ে নেই এ অগ্রযাত্রায় আগে যেখানে ট্রেনের টিকিট কাটতে হতো ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন তা মাত্র ৫ মিনিটে করা যাচ্ছে অনলাইনে। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে ৫ মিনিটে টিকিট কিনতে পারেন।।
অনলাইনে ৫ মিনিটে টিকিট ক্রয় এর ধাপসমূহঃ
অ্যাকাউন্ট তৈরি বা রেজিস্ট্রেশন করনঃ
- রেজিস্ট্রেশন করার জন্য আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন ব্যবহার করতে হবে
- সক্রিয় মোবাইল নাম্বার, নাম, ইমেইল দিন
- আপনার তথ্য পূরণ হয়ে গেলে
- সাবমিট বাটনে ক্লিক করুন
- আপনার মোবাইলে 6 সংখ্যা বিশিষ্ট ওটিপি আসবে সেটি দ্বারা ভেরিফাই করুন
- ভেরিফাইড হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল
লগইন করাঃ
- ওয়েবসাইটে বা অ্যাপসে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
- লগইনের পর আপনি ট্রেন সার্চ করার জন্য হোম পেজে চলে আসবেন
ট্রেন সার্চ করাঃ
ট্রেনের সিট নির্বাচন করাঃ
পেমেন্ট করাঃ
অনলাইনে টিকিট কেনার সুবিধাঃ
আপনি অনলাইনে ৫ মিনিটে ট্রেনের টিকিট কাটবেন প্রক্রিয়াটি শুধু সময় সাশ্রয় নয় বরং এতে রয়েছে আর নানা রকম সুবিধা ।নিচে সুবিধা সমূহ আলোচনা করা হলো।
- অনলাইনে ট্রেনের টিকিট কাটলে লাইনে দাঁড়ানো ঝামেলা নেই।
- কোন নির্ধারিত সময় নেই ২৪ ঘন্টা সপ্তাহের সাত দিন যে কোন সময় টিকিট কেনা যায়।
- একাধিক ট্রেন ও ক্লাস সহজে তুলনা করা যায়।
- হাতে থাকা মোবাইলের মাধ্যমে সবকিছু করা সম্ভব।
- বিকাশ ,নগদ ,রকেট, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে সহজে পেমেন্ট করা যায়।
- টিকিট হারিয়ে যাওয়ার ভয় নেই, কারণ সব কপি সংরক্ষণ করা যায়।
- সিট ফাঁকা আছে কিনা সহজে তা জানা যায়।
- ফাঁকা শিট ইচ্ছামত নির্বাচন করা যায়।
অনলাইনে টিকিট কেনার অসুবিধা সমূহঃ
অনলাইনে ৫মিনিটে টিকিট কেনার সুবিধা ও যেমন রয়েছে তেমন কিছু অসুবিধা রয়েছে
এমনি অসুবিধা সমূহ আলোচনা করা হলো
- ইন্টারনেট বা ডিভাইসের কারণে সমস্যা দেখা দিতে পারে
-
অনেক সময় পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত টাকা কেটে নিলে সমস্যা হতে পারে।
- নিজের ইচ্ছামত সিট পাওয়া যায় না
- এ্যাপস এর মাধ্যমে নির্বাচিত শীত অনুযায়ী টিকিট ক্রয় করতে হয়
- হার্ডকপি না থাকায় অনেক সময় ঝামেলায় পড়তে হয়।
অনলাইনে টিকিট কেনার মাধ্যমঃ
আপনি অনলাইনে টিকিট কেনার জন্য যে সকল মাধ্যম ব্যবহার করতে পারেন তার মধ্যে
প্রথমে আপনাকে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল টিকিট বুকিং ওয়েবসাইট বা এ্যাপস
ব্যবহার করতে হবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট এর টিকিট ক্রয় করতে
এখানে ক্লিক করুন মোবাইলের
মাধ্যমে ক্রয় করতে "Rail Sheba" অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে এর মাধ্যমে টিকিট
ক্রয় করতে পারেন
অনলাইনে টিকিট কেটে প্রিন্ট নেবেন না মোবাইলে রাখবেন?
বর্তমানে বাংলাদেশ রেলওয়ে মোবাইল সব কপি গ্রহণ করছে। আপনি চাইলে আপনার টিকিট
পিডিএফ ফাইল আকারে মোবাইলে সংরক্ষণ করে রাখতে পারেন অথবা ইচ্ছা করলে প্রিন্ট
করে নিতে পারেন। এবং আপনি ভ্রমণের আগে স্টেশনে যদি আপনার সব কপি দেখিয়ে দেখান
তাহলে একটি স্টেশন থেকে আপনাকে টিকিট দিবে সেটিও আপনি সংরক্ষণ করতে পারেন।
কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও টিপসঃ
-
প্রতিটি ট্রেনের জন্য একই আইডি থেকে দিনে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যায়।
- ট্রেন ছাড়ার ৫ দিন আগে থেকে টিকিট কেনা যায়।
- আইডি কার্ড অনুযায়ী যাত্রী তথ্য দিতে হয়।
-
সময়মতো রিফান্ড বা বাতিলের নিয়ম রয়েছে সাইডে বিস্তারিত দেওয়া আছে।
-
উৎসবের সময়(ঈদ, পূজা, নতুন বছর) টিকিট দ্রুত শেষ হয়ে যায় সময় মত টিকিট
কাটুন।
সমস্যা হলে করণীয়ঃ
- অনলাইনে টিকিট কাটতে আপনার যদি কোন সমস্যা হয়, তাহলে আপনি নিচের ব্যবস্থা গুলো নিতে পারেন
-
কল সাপোর্ট: বাংলাদেশ রেলওয়ের হেল্পলাইন ১৩১ নাম্বারে কল দিতে পারেন।
- ইমেইল সাপোর্টের মাধ্যমে আপনি ইমেইল করতে পারেন। ইমেল করতে ক্লিক করুন
-
লাইভ চ্যাট ওয়েবসাইট রয়েছে।
- রিপোর্ট সাবমিট করা যায়।
অনলাইন টিকিট বুকিং এ ভবিষ্যৎ সম্ভাবনাঃ
বাংলাদেশ রেলওয়ে ধীরে ধীরে পুরো বুকিং সিস্টেমকে ডিজিটাল করছে। ভবিষ্যৎ হয়তো ট্রেনের আসন সিট নির্বাচন ,খাবার অর্ডার ,এমনকি স্টেশনে ঢোকার সময় কিউআর কোড স্ক্যানের ব্যবস্থা যুক্ত হতে পারে এতে আরও সহজ যোগ্য হবে রেলযাত্রা।
শেষ কথাঃ
অনলাইনে ৫ মিনিটে ট্রেনের টিকিট কাটা এখন আর কোন কঠিন বা অসম্ভব কাজ নয়। আপনার
যদি ইন্টারনেট সংযোগ থাকে এবং হাতে স্মার্টফোন থাকে তাহলে আপনি ঘরে বসে মাত্র ৫
মিনিটে টিকিট কিনে নিতে পারেন। লাইনে দাঁড়ানো ঝামেলা ,দালালের হয়রানি, এবং
সময় অপচয় সবকিছু এড়িয়ে যেতে পারেন। তাহলে আপনি যদি রেল ভ্রমণ
করতে চান আজও রেজিস্ট্রেশন করে অনলাইনে টিকিট কাটার অভ্যাস করে তুলুন। এ
কনটেন্টটি পড়ে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আপনার মত কমেন্ট বক্সে
জানাবেন। কনটেন্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
রায়আন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url