বাংলা আর্টিকেল লেখার ১০টি গুরুত্বপূর্ণ নিয়ম

 

ভূমিকাঃ 

    বর্তমানে অনলাইনে লেখালেখি অনেক জনপ্রিয় উঠেছে। ব্লগ, বাংলা সংবাদপত্র কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলা ভাষায় ভালো মানের আর্টিকেলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে ।তবে শুধু লিখলেই চলবে না, পাঠকের প্রিয় এবং মানসম্মত আর্টিকেল লেখার জন্য বেশ কিছু নিয়ম ও কৌশল মেনে চলা দরকার ।আজকের লেখা সম্পর্কে আমরা জানব কিভাবে সহজ সরল ভাষায় গোছানোভাবে পাঠকের মন উপযোগী করে   একটি বাংলা  আর্টিকেল লেখা যায়।




আসুন বাংলা আর্টিকেল  লেখার সহজ ১০ টি নিয়ম সম্পর্কে জানুন। শিখুন কিভাবে আকর্ষ নীয় শিরোনামে  তথ্যভিত্তিক অনুচ্ছেদ উপসংহার  যুক্ত করে পারফেক্ট বাংলা আর্টিকেল লিখবেন।

বাংলা আর্টিকেল লেখার নিয়ম সমূহঃ

বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো জেনে নিচের ব্লগ সাইটের জন্য সহজেই আর্টিকেল লিখতে পারেন ।বাংলা ভাষা আর্টিকেল লেখার চাহিদা দিন দিন বেড়ে চলেছে ।সহজ ভাষায় পাঠকদের কাছে দরকারি তথ্য তুলে ধরতে বাংলা আটিকেল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ।লেখার জন্য কিছু নিয়ম ও কৌশল রয়েছে যা মেনে চললে আপনার লেখা আরো আকর্ষণীয় তথ্যবহুল হবে আর্টিক্যাল লেখার মূল উদ্দেশ্য হলো পাঠকের জ্ঞান বৃদ্ধি করা তাদের মধ্যে নতুন ধারণা প্রদান করা এবং একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে গভীর ধারণা দেওয়া।

আকর্ষণীয় টাইটেল নির্বাচনঃ

একটি আকর্ষণীয় সঠিক টাইটেল আপনার আর্টিকেলের প্রতি পাঠকের আগ্রহ বাড়াবে তাই টাইটেল এমন হতে হবে যা পাঠককে ক্লিক করতে উদ্বুদ্ধ করবে অবশ্যই সংক্ষিপ্ত তথ্যবহুল হওয়া উচিত টাইটেল দেখে যেন পাঠক সহজে বুঝতে পারে আর্টিকেল কোন বিষয়ে লেখা হয়েছে।

  • ফোকাস কীওয়ার্ড নির্বাচনঃ

প্রথমে আপাকে একটি ফোকাস কিভাবে নির্বাচন করতে হবে যা আপনার আর্টিকেলের মূল বিষয় কে তুলে ধরে আপনার আর্টিকেলকে সার্চ ইঞ্জিনে খুজে পাওয়া সম্ভাবনা বাড়িয়ে দেয় মানুষ সার্চ করলে যেন আপনারা আরটিকালটি প্রথমে উঠে আসে কিওয়ার্ড গবেষণা করার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন যেমন google planer keyboard নির্বাচন করার সময় মনে রাখতে হবে যে এটি অবশ্য আপনার আর্টিকেলের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে হবে

বিষয়বস্তু সঠিক নির্বাচনঃ

আপনি একটি ভালো বাংলা আর্টিকেল লেখার জন্য সবচেয়ে আগে প্রয়োজন বিষয়বস্তু সঠিকভাবে নির্বাচন করবেন ।এমন বিষয় নির্বাচন করুন যা পাঠকের দৃষ্টিগোচর ও আগ্রহের সঙ্গে মেলে এবং সময়োপযোগী হয় ।সমসাময়িক কোনো ইস্যু ,সামাজিক সমস্যা ,প্রযুক্তি, ভ্রমণ ,স্বাস্থ্য কিংবা শিক্ষামূলক যেকোনো বিষয়ে আপনি বেছে নেবেন ।বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে লেখকের নিজেরও সে বিষয় সম্পর্কে একটি পুরোপুরি ধারণা থাকা প্রয়োজন ।তাহলে আর্টিকেল লিখতে যেমন সহজ হবে তেমনি পাঠকের কাছে বিষয়টি আরো পরিষ্কারভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

আকর্ষণীয় ও অর্থবোধক শিরোনামঃ

আপনি একটি ভাল আর্টিকেল শিরোনাম নির্বাচন করুন যা পাঠকের প্রথম দৃষ্টিগোচর হবে। শিরোনাম এমনভাবে নির্বাচিত করবেন যা পড়েই  পাঠক বুঝতে পারে যে এই লিখাটিতে ঠিক কি বিষয় সম্পর্কে লেখা হয়েছে ।একই সঙ্গে শিরোনাম কে আকর্ষণীয় করে  তুলতে আপনি  কিছু বিষেশ শব্দ ব্যবহার করতে পারেন তবে কখনোই অতিরিক্ত দীর্ঘ বা কঠিন শিরোনাম দিবেন না সাধারণত  ৮ থেকে  ১০ শব্দের মধ্যে অর্থবোধক সহজবোধ্য শিরোনাম প্রস্তুত করাই ভালো যেমন “বাংলা আর্টিকেল লেখার ১০টি গুরুত্বপূর্ণ উপায়”।

আরো পড়ুন: কপি রাইট কিভাবে এড়িয়ে যাবেন।

শক্তিশালী ভূমিকা অংশঃ

বাংলা  আর্টিকেলের শুরুতে আপনি এমন একটি ভূমিকা লিখবেন, যা পাঠকের আগ্রহ বাড়াবে। লেখার বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করবেন ,কেন এ বিষয়টি গুরুত্বপূর্ণ এবং পাঠক এতে কি কি জানতে পারবেন তা বোঝানোর চেষ্টা করবেন ।ভূমিকা অংশটি যত সাবলীল ও সহজবোধ্য ও বোধগম্য হবে পাঠক তত বেশি আগ্রহ নিয়ে মূল অংশ পড়তে এগিয়ে আসবেন।



মূল বিষয়বস্তুর গঠন ও ধারাবাহিকতাঃ

আর্টিকেলের মূল অংশ গুছিয়ে লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি অনুচ্ছেদে একটি আলাদা আলাদা দিক আলোচনা করবেন। এতে লেখার ধারাবাহিকতা বজায় থাকবে এবং পাঠক বুঝতে সুবিধা হবে। না বলে আলাদা আলাদা অনুচ্ছেদে সাজাবেন যেন আপনার লেখা পাঠকের কাছে সহজে বোধগম্য হয়, তেমনি পাঠক ও আরাম করে পড়তে পারবেন।

7ভাষা ও শব্দ চয়নের সরলতাঃ

বাংলা আর্টিকেল লিখার সময় আপনি পাঠকের সুবিধার কথা মাথায় রেখে লেখার ভাষা এমন ভাবে নির্বাচন করবেন যাতে সহজ ,সরল ,প্রাঞ্জল। কঠিন শব্দ দূবোধ্য বাক্য বা  অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে চলবেন। চলিত বাংলা সরল বাক্য ব্যবহার করাই ভালো।এতে  যে বয়সের পাঠক অনাসায়ে পড়তে পারবেন। পাঠক যেন পাঠক যেন থেমে একটানা পড়ে যেতে পারেন সেটি সফলভাবে লেখার পরিচয়।

তথ্য ,উদাহরণ ওপরিসংখ্যান যুক্ত করাঃ

আপনার বা বাংলা আর্টিকেলকে বাস্তবসম্মত করতে প্রয়োজনীয় তথ্য পরিসংখ্যান এবং উদাহরণ সমূহ এমন ভাবে যোগ করবেন যাতে আপনার লেখার গ্রহণযোগ্যতা এবং পাঠকের বিশ্বাসযোগ্যতা দুটোই বাড়ে। তবে সঠিক তথ্য নির্ভুল ও নির্ভরযোগ উৎস থেকে নেবেন উদাহরণস্বরূপ “বাংলাদেশ ২০২৪ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে ”এ ধরনের বাস্তব তথ্য তুলে ধরবেন।

অনুচ্ছেদ বিভাজনের গুরুত্বপূর্ণঃ

একটি দীর্ঘ লেখাকে ছোট ছোট ভাগ করে উপস্থাপন করবেন। এতে পাঠক পড়তে বিরক্ত হবে না এবং বিষয়বস্তু সহজে বুঝতে পারবে। একটি অনুচ্ছেদে একটি বিষয়ে তুলে ধরবেন। সাধারণত  একটি অনুচ্ছেদে ৪ থেকে ৫ লাইনের বেশি  রাখাই ভালো এতে লেখার সৌন্দর্য ও গঠন সুন্দর বজায় থাকবে।

বানান ও ভাষার পরিশুদ্ধতাঃ

আপনি আপনার বাংলা আরটিকাল এ বানান ভুল কিংবা ভাষাগত ভুল থাকা চলবে না এতে পাঠকের কাছে লেখার গ্রহণযোগ্যতা ও মান নষ্ট হয়ে যেতে পারে লেখার পর একাধিকবার পড়ে দেখবেন কোথাও কোন বানান ভুল বা বাক্য অসংগিত রয়েছে কিনা প্রয়োজনে বাংলা অভিধান কিংবা অনলাইন বানান পরীক্ষকের সাহায্যে সাহায্য নিতে পারেন অথবা অভ্র বাংলা স্পেলিং এর সাহায্য নিতে পারেন।

আরো পড়ুন: আর্টিকেল লেখার নিয়ম সমপর্কে আরো জানুন।




উপসংহারের অংশের সঠিক উপস্থাপনঃ

আপনার লেখার শেষে একটি উপসংহার থাকা অত্যন্ত জরুরি যেন এখানে আপনার পুরো লেখার সারসংক্ষেপ তুলে ধরতে পারেন। পাঠকে আর্টিকেলের মুল বিষয় মনে করিয়ে দিয়ে একটি বার্তা দেওয়া যায় ।উপসংহার সংক্ষিপ্ত, পরিষ্কার এবং সহজ ভাষা লিখবেন। অতিরিক্ত তথ্য বা নতুন আলোচনা এখানে না তুলে মূল বিষয়ের সারাংশ হিসেবে উপস্থাপন করাই ভালো।

পাঠকের সঙ্গে যোগাযোগ বজায় রাখাঃ

একটি আর্টিকেল শুধু পড়ে শেষ নয় পাঠকের সঙ্গে একটি মানসিক যোগাযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখার মাঝে কিংবা শেষে পাঠকের কাছে প্রশ্ন রাখবেন পাঠকের মতামত জানতে চাইবেন বা আলোচনা করার সুযোগ রাখবেন তাহলে পাঠকের সম্পৃক্ততা বাড়বে। এতে পাঠক লেখাটির প্রতি আগ্রহে উঠেন এবং ভবিষ্যতে আরো পড়তে আগ্রহী হবেন।

শেষকথাঃ

বাংলা আর্টিকেল লেখার মানসম্মত ও জনপ্রিয় আর্টিকেল লেখার জন্য কিছু নিয়ম অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। এ লেখার  আমি এমন ১০টি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করেছি যা নতুন লেখক থেকে শুরু করে অভিজ্ঞদের কাজে আসবে। বিষয় নির্বাচন থেকে শুরু করে শিরোনাম দেওয়া ধারাবাহিক মূল অংশ লিখবেন তথ্য ও যুক্তি উপস্থাপন করবেন বানান শুদ্ধ রাখবেন এবং উপসংহার লিখে পাঠকের সঙ্গে যোগাযোগ তৈরি সব কিছু মিলিয়ে একটি গোছানো আর্টিকেল পাঠকের মন জয় করবেই তাই নিয়ম গুলো মনে রেখে অনুশীলন করলে অল্প সময়ে আপনি একজন ভালো আর্টিক্যাল লেখার দক্ষতা অর্জন করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রায়আন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url